নয়ণ ক্ষণে ক্ষণে ভালোবাসি ভালোবাসি বলে
- মুহাম্মাদ শরিফ হোসাইন

ভালবাসা আমি চাইনিতো বোকা
আমি চেয়েছি জেনে রাখো সখা
আমার ইঁচড়েপাকা কথা।

ও ছেলেটা লম্বা,ফর্সায়,বংশে,গুনে পুরাই অস্থির
আমি কি বলেছি মেয়ে আমিই সেরা,আমি বে নজির।

জানো আজ দেখলাম ওর জন্মদিনে এত্তগুলা শুভকামনা
মাথা ব্যাথা করছে এসব ছাড়ো না।
শুনো আজ না অনেক বড় একটা পাঁচ তাঁরা হোটেলে
গিয়ে দেখি ওর জন্মবার্ষিকীর হুলস্থূল আয়োজন।
আচ্ছা,তুমিতো ভালো করেই জানো
আমার বাপের নেই ততো
শুধু গ্রামের বাড়িতে মিলাদের পরে দুঃখী কজনা করে যায় ভোজন।
আর আমার জন্মদিবস ফেবুতে লুকায়িত থাকে সর্বক্ষণ।

ও আমায় রোজ পাখী বলে ডাকে
সারারাত আমরা কথা বলি আর বলি।
কবে যে বাঙ্গালী তুই হবি!
আমার কেও থাকলে দেখতে
যতো কাছেই থাকতো সে
উড়তো না টাকা হতো না দেখা বলতাম না কথা চিঠির উত্তর না দিলে।

বৃষ্টির জল ওর খুব প্রিয়
সাদা রংও পছন্দ করে খুব
আমার সাথে ওর সব... মিলে যায় রে হিংসুক।
মাথাভাঙা মশাই এইসব মিলা-মিলির কথা বলেছে শুনি কে আগে?
জানতাম আমি জানতাম,তুমিই বলবে আগে
কি চমৎকার দেখো পরে তোমার সাথে ওরও সব গেলো মিলে।
বৃষ্টি আমার ভালো লাগে,না লেগে উপায় নেই যে
তবে চাই না অকারন বৃষ্টি ভিজা হউক কোন ব্যাধির কারন
আমি সোনা,ন্যাকামি করতে জানি,তবে করি না
এজন্যই বোধহয় আজোও কেও আমার হলো না।

বলোতো কেমন হয়েছে
এটা?যতোটুকু বাজে হওয়ার দরকার,মনে হয়েছে।
বুঝ কিছু এইসবের?দেখি তুমি এরকম একটা ছবি তুলে দেখাওতো।
ওই নির্বোধ বুক-পিঠ ভাসা এইরকম কিছুতেও তুমি আমায় শিল্প খুঁজতে বলছো?
তুমি আমার কেহ হলে
আড়াল করে রাখতাম যেন চন্দ্র-সূর্যও না দেখে।

আমরা ভেবেছি বিয়ের পরে
শহুরে একটা বাসায় উঠবো ঘটাও করে।
আমি বিয়ের পরে বউ পাঠাবো গাঁয়ে
দেখে রাখতে আজীবন খেঁটে মরা আমার বাপ-মায়েরে।

আজ আমার আর কেও পাখী বলে ডাকে না এসময়
আগের মতো এতো সুন্দর আর লাগে না,আমায় বোধহয়।
ওই কে যেন আমায় ছেঁড়ে যাবে না
আর চন্দ্র-সূর্যও আমায় দেখবে না বলেছিলো?
শোন ভালোলাগাই কি সব?মনের কিছু ভাষা আছে যা বুঝে নিতে হয়।
আজ শুনাও তবে চির সান্ত্বনার বানী,বলবে না নিশ্চয়?

কি বলো আমি কি বলেছি তোমায় ছেঁড়ে যাবো না,
আজ তোমার কেও না থাকলে,থেকে যাও না।
আজব আমি কি বলেছি আমায়,তোমার ভালো লাগতেই হবে
আমি বলেছি চলে এসো ও বাসার ছেলেটা কথা না রাখলে।
ছিঃছিঃ এগুলো কি মানুষ ভিনদেশী ভাষায় বলে
আমার নয়ন,সেই ক্ষণে ক্ষণে ভালোবাসি ভালোবাসি বলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।