চিতার সাজন
- আলমগীর সরকার লিটন
কুকুর গায়ে যদি চিতার সাজন
সাজাই তবে মন্দ হয় না; সবাই
বলবে ওরে বাবা চিতা- চিতা!
আসলে চিতার খুঁজ পেলাম না
সত্যকারের অর্থ হলো কুকুর
চিতা যখন অন্য চিতা দেখে খুশি
হয় কিন্তু কুকুর তা কিন্তু নয়-
তার স্বভাব শুধু ঘেউ ঘেউ করা
তাই কিন্তু করেই গেলো রঙ মাখা
এই হলো চিতার সাজন কুকুর।
০৯-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।