এই শীতে
- হোসাইন জাহান
এই যে এখন সময় ছ'টা
শীতের সকাল দমকা হাওয়ায়,
পাতার কোণে জমছে শিশির
ভাসছে শহর শুভ্র ধোঁয়ায়।
চড়ুইছানা জড়িয়ে রাখে
শুষ্ক কিছু গুল্ম লতা,
এ শীতে আর উঠবে না কেউ
একটুখানি অলসতা।
১৫-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।