একটুখানি সোনালি,সবুজ কোথা থেকে আনি বলোতো?
- মুহাম্মাদ শরিফ হোসাইন
এ প্রাতে...
খামখেয়ালী পুরোঁদস্তর
কই এখন কি বর্ষা? আমি জানি না তো
ইলশেগুঁড়ি বৃষ্টিতে কামিনী পেলে কোথায় বলোতো?
ইস...ইচ্ছে করে পানিতে আজ দেই ঝাঁপনেংটো হয়ে
আগের মতো লাজ হারিয়ে।
এ প্লাবনে...
কলার ভেলা,তালের ডুঙ্গা ওই ছেলেদেরও নেই দেখো দেখো !
পাঁটের ঘ্রাণ নাকে নেই,
শিউলি,মাধবী ওরা পালাতে কিছু বলে যায় নাইতো?
দূরের নীলেই মিটবে কি আয়েস
একটুখানি সোনালি,সবুজ কোথা থেকে আনি বলোতো?
এ রাতে...
বাউল কই?কই তার সোঁদামাটির পালা গান
আরতি করি শাপলা বেঁচে কিশোর-কিশোরীরা গোচাক নিঃশব্দের কলতান।
বাক্সপ্যাঁটরার গরম কাপড় এখনি বের করবো, না থাক শীতের যা বাহার !
কৈ,শিং,মাগুর,পুঁটি পাতে না এলে বলো জমে কি নৈশের আহার।
এ গোধূলিতে...
গাঁদা ফুলে হলুদ হবো,দেখোতো সময় এসেছে কি ও ঝরার?
উড়নচণ্ডী বাতাসে আজ লুটোপুটি খাই চলো
শিমুল,পলাশ গেছে কি পরবাস কৃষ্ণচূড়াকে জিজ্ঞাসোতো?
এ রোদে...
জারুল বনে আছে কি কোকিলের ডাক?তুমি শুনতে পাচ্ছতো?
মাটি ফাঁটে,সমুদ্র গর্জন সেও আগের মতো
ঝড় উলটে দেয় কি যেনো,বোধহয় আমাদের ঋতুচক্র
আহ,ঝড় নয়,ঝড় নয়
বনায়ন ধ্বসে করছি সব উলট আমরাই সব নির্বোধ মস্তিষ্ক।
লিচু,জামরুল চাই আমার? আমায় পাঠিয়ো,আছেতো?
বোশেখের মেলা বড়দের মেলা
বাচ্চাদের জাইগা সেথায় নেইকো
এ নতুন দিনে...
ভেবেছি লাল গোলাপে আমন্ত্রন করে সামনের নবান্নেই
তোমায় ঘরে তুলবো,তুমি রাজী আছো তো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।