অনু-পরমানুভূতির কাব্য - ২
- হোসাইন জাহান
এই যে তোমার কাজল চোখের
নির্মলতার সজল হবো,
মাঝ দুপুরের উঠোন কোণে
ইচ্ছে শীতল রৌদ্র দিবো।
আর একটুখানি সুযোগ পেলে,
কৃষ্ণচূড়ার সুবাস হবো
ছন্নছাড়া তোমার চুলে।
১৮-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
১৬-০২-২০২৪ ২২:২১ মিঃ
অনেক চমৎকার একটা কবিতা পড়ে খুব ভালো লাগছে। শেষে র পঙক্তি চার লাইনে হলে ভালো হত।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।