অনু-পরমানুভূতির কাব্য -৩
- হোসাইন জাহান
এই যে আমি হাঁটছি রোজ; জমছে বিষাদ বুকের খাঁচায়,
হারিয়ে গেছে নেয়নি খোঁজ; ছুটছে পাখি দিশেহারায়।
এই যে এখন পুড়ছি ভীষণ; দহনকালের প্রণয়ে,
চিন্তা আমায় করছে পেষণ; যায় নিতো কিছু হারায়ে!
১৮/০১/২০২৪
১৮-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।