জবরদখল বুঝিনি
- আলমগীর সরকার লিটন

তোমার ক্ষেত্রে জবরদখল বুঝিনি
হয় তো তোমার বাবার জাদু ছিল!
অথচ কি জবরদখল হচ্ছে এখন;
তোমার গায়ে বুঝার শক্তি তেমনী
ছলনা মিথ্যা বলার ভয় ছিল না
কিন্তু স্বীকারও করবে না কেউ-
শুধু নিয়মের বেড়া জালে যুক্তির
ভঞ্জন, তবু এভাবে বেঁচে থাকছে;
জবরদখল,এমন কি সুখের পায়রা
আকাশে জবরদখল চলে না শান্ত।

০৭ মাঘ ১৪৩০, ২১ জানুয়ারি’২৪


২১-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-০১-২০২৪ ১০:৫২ মিঃ

সুন্দর, সুখপাঠ্য

আলমগীর সরকার লিটন
২২-০১-২০২৪ ১০:০৩ মিঃ

লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকেবন---