আর কি প্রেরণায় প্রাণিত না হলে
- মুহাম্মাদ শরিফ হোসাইন
চারপাশ উৎসব উৎসব ভাব
চন্দ্র-সূর্যে আবর্তন ৮৬৪০০ সেকেন্ড।
সুখ সব আমি নিলে
দুঃখ নিবে কে?
আমি রিক্ত প্রেরনাই শক্তি
সব বাধা সব না,সব বিদ্রোহে তাই সদা ভক্তি।
জ্বালা ব্যাথা কষ্ট কান্না সব ভাবনা শুধু আমার থাক।
কেঁদে কেঁদে শেষ চোখের নোনা জল
আমি নই আমার মন কতো ভালো ,ঠিক বল?
দেখি ভাবি জানি যাকে
আমি নই মন বলে সেই দুঃখী।
হয়তো উদাস আকাশ,বন্ধী পাখী
নর্দমার ফুল,ঝরা বকুল হয়তো বর্ষার কদম ফুল
কিছুতেই কিছু হয়নাকো,এ কষ্টিপাঁথর আমার চোখেই বয়ে যাক।
নির্ঘুম রাত বোকা চাঁদ
ফালতু হুইসেল অবাক আঁধারের ভীর।
আমার মা চৈত্রের কান্না,দিচ্ছে তাগিদ
এইবার পাগল মানুষ হ না।
আলস্যে সকাল বিলম্বিত ভক্ষন
উশৃঙ্খল টেবিল ময়লা জামা
অকারন প্রশংসার দাবী
এই তারছেঁড়া তুই কবে পৃথিবীর লোক হবি?
ওই দেখ দেখ উড়ে যায় পাখীর ঝাঁক...
মাথায় ব্যাথা বুকটা ছিঁড়ে ছিঁড়ে যায়
রক্তে কম হিমোগ্লোবিন
দমে দমে পিণ্ডের হৃদ নিচ্ছে নিকোটিন।
শরীরে রোগ সব বাসা বেঁধেছে কতো
সে জানি নাকি !
প্রচণ্ড ঝরে লণ্ডভণ্ড শরীর
সর্দি-কাশি'র ব্যাথা সহ্য হয় নাকি
আঁখি জোড়া আর কতো না ঘুমালে বলো
আমার ব্যাথা সেরে যাবে?
আর কি বিসর্জন দিলে বলো
আর কি প্রেরণায় প্রাণিত না হলে বলো
আশীর্বাদ করবে আমায়,বাবা সবার মতো খেয়ে-দেয়ে বেঁচে থাক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।