আমি কি কারনে সুখে থাকি?
- মুহাম্মাদ শরিফ হোসাইন
জীবন্ত পাখী উষ্ণ জলে ছিলে দিলে
কুঁজো বৃদ্ধার ভাঙা হাড়ে লাথি দিলে।
অপ্রসব মায়ের ফোলা পেটে আঘাত দিলে
বাচ্চার খেলা কেঁড়ে নিলে।
সীমান্তে ফেলানীর লাশ ফেলে দিলে
পাঁথর মেরে কপালে রক্ত ঝরালে।
অসহায় ভাইকে গালি দিলে
আমার দিদিমণির ঘামের টাকা মেরে দিলে।
আমার ছোট ভাইকে নিয়ে কোচিং বাণিজ্য করে গেলে
কসম এ আসমান জমিনের মালিকের!
একটাও রেহাই না পাক রেহাই না পাক।
পাশের বাড়ির 'জল' বলা মানুসগুলো পায়না শুন
অবাধে অন্তরালে ভগবানে ভক্তির প্রয়াস-প্রান।
মানুষে মানুষে কেন আজ এতো উপর-নিচ ব্যাবধ্যান?
ত্যাগের মাস যায় পায়না দুস্থ ফেৎরা-যাকাত
কোরবান নয় আজ মেহেরবান হয়েও অনাহারী পায়না তার ভাগ।
আরেক উপলক্ষ মহাখুশির খুশি
যিনি না হলে,আমরা কেহই হতাম না সৃষ্টি
একেও বলে শুনি এইটা নতুন নাকি?
জেনে এসেছি এ দিনেই নূর নবী এলেন-গেলেন
তাতেও সংশয় থাকে কি?
ধর্মদেশ বেড়িয়ে আসা এতেও কেও ভাবে,না করলে হয়না এ অপচয়?
নামাজ,টুপি,পাগড়ী,দাঁড়ি সবকিছুতেও কেমন আলাদা আলাদা ভাব
একি ছায়াতলে শীতল হয় যারা তাদের আবার ভিন্নতা !
গুছে যাক গুছে যাক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।