আমি মানি না অভিবাধনের পশ্চিমা সুরত
- মুহাম্মাদ শরিফ হোসাইন
‘হিল’ জোড়া গানের হাত
ভিনদেশী নকল সুরে মাত
প্রতি প্রাত
প্রতি জন জন্মার
প্রতি ক্ষণ প্রতি ছুঁৎ
সব একি বুঝিরে মূর্খ,ভূত?
অধিবর্ষ জন্ম
কিছু গর্জে বাঙ্গালী
পালনে ঠিকি হিলি বোনদের অনুসারী।
ইংরেজ পঞ্জিকা তারিখ আটাশ
হয়েছে হয়েছে,তুইও খাটাশ।
চেতনা সাধনা গান
কিছু নবীনের নব আহ্বান।
ছবি কবি বাংলা গান
সবি ম্লান।
কোথা সে হিল কোথা ভের্গিল
তাও অতি উচ্চ স্বভাষা শুনো গুরু,ভের্গিল।
কতো আছে!
তবু দেখ কতো অজুহাত।
মনন জানন বিশ্বাস বাস্তবায়ন
কানন ফুল-ফল সৌন্দর্য রাশ-রাশ
বোশেখি ঝড় জল উন্মাদন
তোমার চোখে এদিনেই জন্মিত আকাশ।
ইলশে গুঁড়ি বৃষ্টি
কৃষ্ণচুড়া লাল
কুহুকুহু কোকিল
গাঁদা শাপলা শিউলি
এদিনে শোভা তোমার সবি।
ওহে পথিক ওরে জন্মদূত
জন্মের শুভ বার্তা জানিয়ো
আমি মানি না অভিবাধনের পশ্চিমা সুরত।
'Happy Birthday to You'-এর ইতিহাস ঘেঁটে
আর বাংলায় শুভ জন্মদিন বলাটাকে যারা প্রথা হিসেবে দেখতে চেয়েছেন
বিশেষ করে যেমনঃ সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা বাংলা ব্যান্ড 'মাইলস'
তাদের সাথে একাত্মতার
প্রকাশ ঘোষণা করে এই কবিতাটি রচনার দুঃসাহস করেছিলাম।
হয়তো আরো সময় নিয়ে আরোও সম্পাদন করবো,আরো পরে।
সংস্কৃতিপ্রান সকলকে জন্মদিনের এই কবিতা,উপঢৌকন দিলাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।