চাঁদের বুড়ির চিঠি....১২
- আশরাফুন নাহার

ভেবেছিলাম আর লিখতে হবে না,
কেন যে আবার লিখতে বসেছি নিজেই জানি না তা,
একটা গল্প তবুও বলি...
গল্প বললে ভুল হবে তুমি আমি আর নিরব শহরের অলিগলি,
কিছুটা কষ্টের বারিধারা ঘিরে থাকে মনে,
দূরে যাওয়ার আহবানে সাড়া দেওয়া দুটি পাখি আনমনে,
এই তো গল্পের অবসানে
রক্তাক্ত রক্তগোলাপ,
স্মৃতিচারনে মোচড় দেওয়া অস্পষ্ট কোনো বিদায়ী সংলাপ।
পূর্বের কথা বলছি যেন তোমার মনে থাকে আজীবন জবানবন্দী দিয়ে গেলাম থাক তা বহাল,
এই কাল অদৃশ্য আমার সেকালেই রোজ হয় সকাল।
কষ্ট পেও না ক্ষুদ্রতার কথা ভেবে,আছে তো বিশাল অন্তরাত্মার প্রবাহ
তান্ডব এতটাই ক্ষুদ্র এই বাসগৃহ
পিষে মরব না তুমি-আমি এর আষ্ঠেপৃষ্ঠে ,
মরব না ডানাঝাপটে,
সুচারু সুন্দর তুমি থেকো
পত্রমিতালী নাই হল শুধু মনে রেখো।

ইতি
তোমার
পাগলী বুড়ি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।