তুমি আর আমি
- আশরাফুন নাহার
নিকোটিনে ঠাঁই খোঁজো আমায় কি খোঁজো না,
আমি কত কথা কবিতা বলি তুমি কি তা বোঝো না।
সেই কথার ভাঁজে বকুল শুকায় প্রতিদিন,
আমার উঠোনে অলস দুপুর কাটে তুমিহীন।
লুকোচুরি প্রেম ছিল,ছিল অভিনয়ের সিঁড়ি বেয়ে প্রনয়ের ছাদে চলাচল,
সেই কথাগুলো এখনো যতনে ঘুমায় বিছিয়ে মনের আঁচল।
তুমি আর আমি এক আকাশ দেখি সিন্ধুর বুকে ভেসে,
হিমাচল হয়ে স্বপ্নরা আসে ভালোবেসে।
আজ তুমি অন্য পারের যাত্রী হলে আমায় ফেলে এপারে,
তুমি-আমি বরফগলা নদী যাই মোহনা পাব কি জোয়ারে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।