অভিলাষ
- আশরাফুন নাহার
সূর্যকে ঠেলে নামিয়ে দিল কে এই পশ্চিমের কোলে?
তাকে বল আর একটু থাক না বেলার আলো,
এখনি রাত না আসুক
না নামুক আঁধারের কালো।
আমি সন্ধ্যেটাকে আর একটু সাজাবো সিঁদুরের রঙে,
পাখিদের বল না যেতে নীড়ে এ বেলায় না বলা কথা রয়ে গেছে তো বাকি,
আরেকটু যাক না ডাকি।
আমি বলি শোনো শোনো,
বাকি রেখো না কোনো
আগের দিনের গান
রেখোনা মনেতে জমিয়ে অভিমান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।