জিঠি
- ধীমানপূরবী ২০-০৫-২০২৪

জিঠি



বায়ু বৃষ্টি বুনে নেই ওম ছুঁয়ে।তুমি বিচ্ছিন্নভাবে
হাসলে গলতে থাকে লজ্জা।
ঠোঁট পুড়ে উঠে লিপস্টিক রঙের পানপাতা চোখে।


বৈশাখী পাখিদের রোদে বর্ণরা হালখাতা নিয়ে
বলে বেড়ায় জিঠি মানুষ ছিল।


ননস্টালজিক জামা পরে নতুন শব্দ, মেখে নিলাম মেকাপ ফেলে আসা স্বর্বণের স্পর্শ
শূন্যতাকে......
আমাকে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।