নরম খাট
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

ঘুম পারানোর ইচ্ছাটা
নরম বালিশের খাট;
দাঁড়িয়ে উঠাটা বিরক্ত
হেঁটে যায় মাঠ ঘাট!
শান্তির বাজারে আগুন
গরিবানা দেহ জুড়ে-
মশার রক্ত চুষা ডাক
হায় হুল্লোড় পথের বাগ
প্রতিবাদী নরম খাটে-
ঘুম পারা নাহয় থাক।

১৮ মাঘ ১৪৩০, ৩১ জানুয়ারি’২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।