অবিনাশী ঐ বানী
- মুহাম্মাদ শরিফ হোসাইন
ব্যাঞ্জন বাহারের সুগভীর উপম
তাবৎটুকু গেঁথে নিলেম।
বিশেষ এক পংতি কোন নেই নিরেট
স্মরি আজি তোমার বানী দিব্যলোক পেয়ে হতেম উচ্চ-উৎকৃষ্ট।
খুঁজে পাবে সৃষ্টির ইতিকথন আছে যতো কল্যাণে
প্রকাশ,গোপন সবই সে বানীর চরণে।
জন্ম-মৃত্যু,বাড়ন-গঠন
মনন-চলন আছে বলা এইখানে।
বিশ্বাস-ভক্তি চেষ্টায় মুক্তি
বক্তা-বার্তা আর বাহক সে দয়াল ভালবাসো অতি।
কর্ম-ধর্ম,সাধনে যত্ন
চূর্ণ করো বর্ণ-গোত্র।
লভবে ফল ডান হস্তে
জেনে-শুনে,মেনে
সে চিরসত্য বানী পালনে।
ঘটনের বিশ্লেষণ-ব্যাখ্যায়ন,কথন-উদাহরন
ধরণীর আদিম-আগাম,অনাধী-অনন্ত বর্ণিত সব চরণে-চরন
অবিনাশী ঐ বানী পূর্ণ মানব সমাধান।
পংতি কোন এক,নয় এ রচনের প্রশংসার তুলনে কারো কম
সারা রচন অম্লান তাই,অম্লান বলে গেলেম।
অম্লান বানী বুকে ধরে বিশ্বাস রাখি অদৃষ্ট
সপে যাই নিরেট মগজ,দেহ অকৃষ্ট।
খণ্ডাবে তর্ক-যুক্তি
লভতে আদর্শ-নীতি।
দেখবে,বানী কখনো মিষ্ট কখনো তেঁতি
মেনে যাও পেতে একাল-ওকালে মধুর যশ-খ্যাতি।
আছে পতন-উত্থান আছে পূর্ণজাগরণী
কণ্টক পথে মাপের দণ্ডে এগিয়ে নিবে কর্মের জ্যোতি।
আসা-থাকা যাওয়ার খেলায় রাখো অন্তঃদৃষ্ট
স্মর সে ক্ষণ যখন তুমি ছাড়া রবে সবি,তুমি হবেই অত্যুত্কৃষ্ট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।