রাগের মাথা
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

রাগের মাথা
শরবত করে খাওয়া যায় না,
তবে সিনা খাওয়া যায়;
অভয়রাণ্যে গলার খুব চঞ্চল ভাব
এতটুকু আটকে না গলায়!
হাসি দিয়ে ঠোঁট ভিজানো দায়
অথচ নোনা জলের নহে ক্ষয়
দেখো রাগ ভাঙ্গলেই সুখি
মনে আর পাথর ভার থাকে না;
তাই বলে রোজ রাগ করও না
সিনা রেখেছি মজা করে খাও
স্বাদটা না হয় মাথায় থাক।
১৯ মাঘ ১৪৩০, ১ ফেব্রুয়ারি’২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০১-০২-২০২৪ ১১:১৩ মিঃ

সুন্দর প্রকাশ করেছেন ,
বেশ ভালো লাগলো লেখাটি

আলমগীর সরকার লিটন
০৪-০২-২০২৪ ১০:০৫ মিঃ

শুভ কামনা কবি মহী দা
ভাল থাকবেন---------