ডাকাত হতে ইচ্ছে হয়
- মুহাম্মাদ শরিফ হোসাইন

এসব অলস টাকার মালিক দেখলে ডাকাত হতে ইচ্ছে হয়
লুণ্ঠন করে অকস্মাৎ বেঁড়ে উঠি আভিজাত্যে
তুলে দেই পৃথিবীর সব সংগ্রহ সব দুর্ভাগার হাতে।
যেসবে কেঁড়ে এনেছে ভূরি ভূরি
অসহায়দের সহায় করে চুরি।
যেসবে খায় উদর করে ভর্তি
তার প্রতিবেশী রেখে বুভুক্ষিত।
নিজের মেয়েরে পরায় জামা যার দামটা,ও মেয়ে গুনতে পারে না
পাশের বস্তীর ছোট টুনিটা পায়না কখনোই কারো ছিঁড়ে ত্যানা।
ধিক তোরে ধিক
যার মনুষ্যত্ব নেই কিঞ্চিৎ।
লাখ টাকায় পশু কিনে রাখিস শীতল করে
চারধারে আজ কতো দেউলিয়া পাঁথর চাপে বুকে।
সাবলীল শিশু লালিতে ধরিস মাসে হাজার টাকার বায়না
দুকে দুকে মরে রে পাষাণ তোর বাপ-মা
ওদের কাছে অহর্নিশ আর আলাদা লাগে না
যারা আছে ঐ..দূর,যেথা মায়ার আলো পৌছায় না।
বউ,বন্ধু,সমাজ আর অর্থের অনৈতিক নেশা আজ তোর আপন হয়েছে কতো
আমরন বন্দেগী করে গেলেও তোর নসীবে বেহেশত জুটবে না।
বাসি-পচা মনে করে ফেলচিস কতো কষ্টার্জিত আহার
না ফেলে তুই ডেকে খাওয়াতিস যদি ও বাড়ির মেয়ে নামে নুরনাহার।
তোর ঘরে কতো প্রসাধন, কতো গয়না কতো অলৌকিক যন্ত্রের সামাহার
একটুখানি আলতার জন্যে কতো কান্না-কাটি দাসিনীর মেয়ে ময়নার।
ভোগে যা ভোগে যা,যাই করবি ওপারে হবে সব হিসেব
বন্ধী খাঁচার পাখী হবি,পাতালের কীট হবেই তার জিত শুনে রাখ অনির্বেদ-অধ্রুব।
তিন রাস্তার মোড়ে বসে ফালি-ফালি কাটি
তোর জাতের মাথা হাতে নিয়ে জঞ্জাল দূরে ফেলি
আজ এ ইচ্ছে হয়, বড় ইচ্ছে হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।