হেঁচকা টানে
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

আমার দুঃখ হলো চিরস্থায়ী
সুখ হলো যে মৃত্যু- তবু
কোন দিকে চলছি আমি
জানে না এই অন্তর্যামী;
জানার আগে কান কথায়
ভরে যায় নষ্ট ফসলের মাঠ-
পুণ্যের ফসল খুঁজে পাই না
আমি নোঙর ফেলার ঘাট;
এপার ওপার হেঁচকা টানে
চলছি শুধু বহুদূর, দূরত্বটা
আপন ভুলা মাটির মায়া-
কে দেবে রোদেলা ছায়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।