প্রবাহমান
- সাজিদুল ইসলাম ০৪-১০-২০২৪
দিশেহারার পথে প্রবাহমান আমি,
চেতনার রুপ নিয়েছে বিপদ গামি।
কেন শুধু আশার বাঁধনে জড়ায়,
আশার বিনাশ দূরে ছড়ায়।
পরিবর্তনের আবরণ প্রতিফলিত দেখবো কি আর,
শুধু আশার বাণী শুনে গেলাম বার বার।
ভালো মন্দ ভাগ্যের ব্যাপার,
হোক প্রতিফলিত জীবনে এবার।
মন্দের দিক সহ্য করতে হয়,
মন্দ জীবনে বেশি বা কম হয়।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।