তোমাকে চাই
- অরুণ কারফা

আমি চাইব এটাই,
তুমি আসবে আমার কাছে
যখন কেউ থাকবে না পাশে,
আমি চাইব না ঠিক,
পেতে তোমায় আমার কাছে
যখন ডুবে আছি উল্লাসে।

যখন কৃষ্ণচূড়ায় পথটা হবে লাল
তখন তো অনেকেই আসবে,
যখন ঈশান কোণে উঠবে ঝড় দামাল
তখন তুমি পাশে থাকবে।

যখন ধুয়ে মুছে ফর্সা হবে আকাশ,
তখন তো অনেকেই আসবে,
যখন ঘুর্ণি তুলে উত্তাল হবে বাতাস,
তখন তুমি পাশে থাকবে।

সফল বিপ্লবের ধ্বজা উড়িয়ে
গাইলে সবাই গান
তখন অনেকেই আসবে,
যখন বিপ্লবকে করতে সফল
দিতে হবে তাজা প্রাণ
তখন তুমি পাশে থাকবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।