উধাও হয়েছে আঞ্চলিক সমবায় মন
- নাহিদ সরদার
সপ্তখন্ডে বিভক্ত হয়েছে
আমাদের উত্তর পাড়ার পদ্মদিঘি
একসময় এখানে জলফুল তোলা হতো
বারো ঘরের এক উঠোনটাও নেই
সবুলের বুড়ো দাদি এখন আর কারো উঠোন পেরোয় না
সহজ পথে এখন কারো বসতি হয়না
বিলুপ্ত প্রায় ধানশালিকচেতনা
সেই সাথে উধাও হয়েছে আঞ্চলিক সমবায় মন।
১২/০২/২০২১
শুক্রবার
কুষ্টিয়া
১২-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।