গোলাপ ছিঁড়তে যেয়ে
- নাহিদ সরদার

গোলাপ ছিঁড়তে যেয়ে


বর্তমানের বিরুদ্ধে বলার বল কই?

আমার কাছে তুমি অপ্রিয় আছো
তবুও তোমার চোখরাঙ্গানিতে কই প্রিয়তম

তোমার জ্বলন্ত চোখ,স্বৈরাচারী মন, অগণতান্ত্রিক শরীরে থাকার কথা আমার প্রস্রাব সেখানে তোমার চোখের বর্ণনায় আনতে হয় হুর
হাতের উপমায় দেবি
আহ! কী সুন্দর গণতান্ত্রিক শরীর'গো তোমার বলি অনিচ্ছায়

এই যে আজ একটা গোলাপ ছিঁড়তে দিলেনা

সেই দুঃখে বিপ্লবী হতেই পারি।


১২-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।