বাংলা আমার মান
- রবিউল ইসলাম রাতুল

আমি বাঙালির রক্তে গড়ে ওঠা মানব,
আমার শিরায় শিরায় বাংলা বহমান,
বাংলা করবে বন্ধি? কে আছে এমন দাবন,
সাহস থাকলে আটকিয়ে দেখা,আমার এ মান।

যে ভাষার শিক্ষা দিয়েছে আমার মা,
সে ভাষায় আমার শান্তির আনাগোনা,
আমি হবো বাংলার তরে রক্তের দরিয়া,
আমার মুখে বাংলা কভু আটকাবে না।

আমার স্মরণে থাকবে সে লোকরা,
বাংলা ভাষায় তরে জীবন দিয়েছে যারা।

পাক বাহিনীর গুলি বুকে নিয়ে
যারা বাংলা করেছে দাঁড়,
আমি তাদের সালাম জানাই
তাদের শ্রদ্ধা করি বার বার।

বাংলায় আমার ভালোবাসা,
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার মনের তিয়াসা,
বাংলাই আমার শেষ আশা।

মায়ের দেয়া এ ভাষা অতি মধুময়,
এ যুগে কি আমরা পারবো আমরা?
"বাংলা ভাষাকে রাখতে অক্ষয়?"

©Robiul Islam Ratul
@fb.com/r.i.ratul.01


২১-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।