প্রার্থনা
- শাওন সারথি
অন্তরের অলক্ষ্য লোকের মতই তুমি বিকশিত হও,
প্রাঞ্চছল উদ্ধাত্ত আহ্বানের ইশারায়
তুমি আরও পরিস্ফুটিত, আরও স্বচ্ছ হও
নিশীথের এই জলের সাথে।
তুমি বাঙময় হয়ে ওঠো, হয়ে ওঠো আর সবুজ,
যতটা সবুজ হলে তাকে ঘাস বলে।
ঘর্মাক্ত বুকের গন্ধে তুমি ডুব দাও কোন এক অন্ধকারে
যখন জ্যোৎস্না আসে, আকাশে দোল খায় ছলচ্ছল নক্ষত্র!
যখন বন্ধনের পাঠের আবৃত্তি চলে,
মাথার উপরে লুটে পরে ঘন তিমিরের ছায়া
তুমি আরও বেশি স্পর্শ কর।
স্পর্শ কর আমার মধ্যমা, আমার রসালো ওষ্ঠ।
আমাকে আরেকটু আঘাত করে ছিন্ন কর আমার চিবুক
আর আবৃত্তি কর হৃদয়ের সবটুকু নির্যাস
অন্তরের অলক্ষ্য লোকের মতই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।