যে তরঙ্গ ছটেুছো বহে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে তরঙ্গ ছটেুছো বহে
নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিথঃ ২১-০২-২০২৪ ইং
----------------------------------
এই তুমি সেই কবে এসেছিলে নশ্বর ভুবনে,
আজ তুমি নাই তব কথা কও কানে কানে!

যেন তুমি জেগে রও শরীরের শিরে শিরে
নাই তুমি তব আছো জগৎ বাসির অন্তরে।

এই তুমি পূর্ণ্তা- শূন্যতার ভূ-লোকে
যেন তুমি রাত্রির পূর্ণিমা শুভ্র আলোকে।

তুমি নাই তব আছো সুখ দুঃখের নয়নে
কত স্মৃতি ভেসে উঠে ভুলি তারে কেমনে?


হবে নাকো কভু শেষ বিরহের ব্যথা,
সেই হাসি সেই অশ্রু সেই সব কথা।

যে তরঙ্গ ছটেুছো বহে-এই অন্তর প্রাণ
সে তুমি চির বহমান - চির কৃর্তীমান ।
-------------------------------------


২১-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।