এ নশ্বর কুঞ্জে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ নশ্বর কুঞ্জে
নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখ ২১-০২-২০২৪ ইং
----------------------------------
অবিনশ্বরে যেতে হবে নশ্বরের অন্তিম নিঃশ্বাসে,
কখন যে আসবে ডাক যমদূতের নিষ্ঠুর উল্লাসে !
এ যেন বার্তাহীন মৃত্যুর মিছিলে আত্মারা পদানত,
তবু কেন প্রাণ হতে প্রাণ মিথ্যে তপস্যায় অবিরত !
এ নশ্বরের মায়াজাল সেদিন ছিন্ন হবে মরমর,
অবিনশ্বর ডাকে এ নশ্বর ভুলে যাবে অতঃপর।
এ নশ্বর কুঞ্জে শোনা যাবে না কুহু কুহু স্বর আর,
মৃত্যুর মিছিলে এ পৃথিবী শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।
প্রিয় তুমি, এ আমি –সেদিন হারাবো প্রেমের সৌরভ !
অবিনশ্বরে যেতে হবে এ যেন করি অনুভব।
তুমি এসেছিলে তুমি হয়েছিলে ক্ষনিকের মেহমান,
এ নশ্বর কুঞ্জে তুমি নহে কোন অবিনশ্বর প্রাণ।
--------------------------------------------------
২১-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।