নাই তবু খোঁজে তারে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নাই তবু খোঁজে তারে
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০২-২০২৪ ইং
***********************
রেখে যাওয়া কত স্মৃতি ,কত অবদান,
চাইলেও যায় না ভুলা সেইসব গান।
অন্তরে উঠে বেজে মুখে ফোটে হাসি,
নাই তবু খোঁজে তারে পরম ভালোবাসি।
প্রাণে প্রাণে থাকে সে, রক্তে বয়ে যায়,
নাই তবু খোঁজে তারে আপন কর্ম্ ছায়ায়।
সে ভাই করে গেছে ভালো কিছু কাজ,
নাই তবু খোঁজে তারে জগত বাসী আজ।
ভাল মানুষ ছিল সে এই ক্ষণিক ভুবন,
আল্লাহ ভাই করুক ক্ষমা হাশরের ক্ষণ।
পৃথিবীর মানুষ তারে অনেক ভালোবাসি,
নাই তবু খোঁজে তারে তার কর্মে আসি।
২২-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।