কেমনে মুক্তি পাবে ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০২-২০২৪ ইং
**********************
এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,
মানব কূলের মানব সেবা আজ গেল কই ?
এ পৃথিবীর জলে- স্থলে,
রক্ত চোষা দলে দলে
ওদের ভয়ে ঘুম আসে না, রাত্রি জেগে রই,
এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই!

বলো তুমি মুক্তি কোথায় গেছে, আসবে আবার কবে ?
সোনার ঘরে আগুন জ্বলে- দায় কে নিবে ?
ভিতুর মত ফাঁকি দিয়ে
তুমিও যদি রও লুকায়ে
কেমনে মুক্তি পাবে ?

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,
মানব কূলের মানব সেবা আজ গেল কই ?
------------------------------------------


২২-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।