সে কি হবে পাঞ্জেরী ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সে কি হবে পাঞ্জেরী ?
নামঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
***********************************
সাড়ে তিন হাত অন্ধকার মাটির কোলে,
একাকী চির সাহিত হবে নশ্বর ফেলে।
এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,
সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?
নশ্বরে রোপিত চারা হতে ফুটবে যে ফুল ,
ওই স্বর্গিয় বীজ কি বুঁনেছো এই ধরা তল?
কঠিন দিনে সুখ দুঃখের যে কোলাহল,
তার সবটুকু তোমারই পাঠানো অন্তিম ফল।
এই নশ্বর ফুলেই গেঁথেছে অবিনশ্বর মালা,
যে মালায় ওই দিন তুমি করবে খেলা।
ওই দিনের উত্তাল নদী পথ সরোবর,
কে হবে পার ? যদি না হয় প্রভূর স্বাক্ষর !!
এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,
সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?
-------------------------------------------


২৩-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।