তোমারি আমল ধরি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমারি আমল ধরি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০২-২০২৪ ইং
***********************************
তোমারি আমল ধরি হাশরে হইবে পার,
ভয় নাই যদি দাও সেই চিরন্তন স্বাক্ষর
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!
তিনি এক অদ্বিতীয় কেবলই আল্লাহ।
মুক্তির দিশারী প্রিয় নবীজির সুন্নাহ্ ।
ত্যাজিয়া তোমারি পাশে পৃথিবী এখন,
সুরে সুরে ডাকিছে অপলক নয়ন
এই পৃথিবী ভুলিবে তোমায় সারা বেলা
সেইদিন একাকী পড়িয়া রইবে সৌধমালা।
আপন ভাবিয়া কেউ রাখিবে না অন্তর,
সবাই ভুলিবে তোমায় নশ্বর- অবিনশ্বর।
তোমারি আমল ধরি হাশরে হইবে পার।
------------------------------------


২৪-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।