জাতির প্রত্যাশা তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জাতির প্রত্যাশা তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০২-২০২৪ ইং
***********************************
তোমাতেই খোঁজে ফিরি দুর্বার মনোবল!
এখানেই দেখে জাতি চির মুক্তির বাহুবল।
এখানেই মানবিক পিতা -পিতামহগণ,
এখানেই জন্মেছে সন্তান তোমারই মতন।
এখানে নাই কোন ভয় অসুরের বায়ু তাপে
তোমার মতন সোনালী আলোর প্রতাপে।
এই পৃথিবী স্বপ্ন বুঁনে শুব্রতার ফুলে ফুলে
রাত্রির পূর্ণিমা যেখানে বিনিন্দ্র জ্বলে
যেখানে তুমি মুক্তির পাঞ্জেরী হয়ে
সম্মুখে এসো হে দুর্বার- নির্ভয়ে ।
হে সত্যের জনক- জাতির প্রত্যাশা তুমি,
অন্যায় অত্যাচার রুদ্ধ করি বীর রূপে
জেগে উঠ- বাঁচাও আমার এই মাতৃভূমি।
-----------------------------------------
২৪-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।