রূপসী
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪
তোমার রূপের আভা ঝলমল করে,
চাঁদের আলোয়, ঝিলিক দেয়।
চোখের দৃষ্টি মন ছুঁয়ে যায়,
হৃদয়ের গভীরে, স্পর্শ করে।
তোমার কথার সুর মধুর গান,
কানে বাজে, মনকে ভোলায়।
হাসি তোমার ফুলে ফুলে,
মনকে করে, আনন্দে ভরে।
তোমার স্পর্শ, বিদ্যুতের ঝলক,
শরীরে ছুটে, রোমাঞ্চ দেয়।
তোমার সাথে, কাটানো মুহূর্ত,
স্বর্গের সুখ, অনুভব করে।
তুমি আমার, স্বপ্নের রাণী,
হৃদয়ের রাজকন্যা।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।