উত্তাপ অনুরাগ
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪
ওহে, উত্তাপ অনুরাগে দিও সঙ্গী,
হৃদয় আমার তোমারে চায়।
তোমার ছুঁয়ায় জীবন পায় আলো,
তোমার স্পর্শে মন উতলা হয়।
তোমার দৃষ্টিতে হারিয়ে যাই,
তোমার কণ্ঠে মন ভরে।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা,
তুমি আমার জীবনের প্রকাশ।
এই একাকী পথে তুমিই সঙ্গী,
এই দীর্ঘ রাতে তুমিই আলো।
তোমার হাত ছুঁয়ে চলবো এ পথে,
তোমার সাথে সব বাধা পার হবো।
তুমি ছাড়া জীবন অসম্পূর্ণ,
তোমার সাথেই গড়বো সংসার।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।