একটি নতুন সূর্য
- ফয়েজ উল্লাহ রবি

আঁধার কতো হবে গত নতুন সূর্য আসিলে,
দুঃখ যতো কষ্ট শত হবে দূর ভালোবাসিলে।
কান্নাগুলো আকাশ সমান দু’চোখে জল ঝরিলে,
ব্যথার আগুন জ্বলে দ্বিগুণ বুক পাথরে গড়িলে।
ভাবনাগুলো এলোমেলো হাতটি তোমার ধরিলে,
কথারা সব হারায় যে পথ বদন ভারি দেখিলে।
স্বপ্নগুলো ধূলিসাতে মিছে মোহে থাকিলে,
হাহাকার আর আফসোসে মন শূন্য জীবন ভরিলে।
আশায় বাঁধো বুকের বাসা প্রেমে যখন পরিলে,
দুখ বেদনাই জীবন সাথী সুখের দেখায় লড়িলে।
দেখবে বিশ্ব অবাক দৃশ্য জীবন খাতা পড়িলে,
শিখবে হাজার মন্দ বাজার ভালোর পথে পা দিলে।
জীবন শেষে হিসেব পেশে বুঝবে যে কি করিলে?
পাপ আর পুণ্য ব্যবধানে স্বর্গ-নরক কি নিলে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০১ অগ্রাহায়ণ ১৪৩০, ১৬ নভেম্বর ২০২৩


২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।