দৃষ্টিভঙ্গি
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪
চোখের পাতায় লেগে থাকা ধুলো ঝেড়ে ফেলো,
নতুনত্বের দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখো।
পুরাতন ধারণাগুলোকে ভেঙে ফেলো,
নতুন ভাবনার বীজ বুনো।
সাহসী হও, ঝুঁকি নিতে ভয় পেয়ো না,
নতুন কিছু করার আকাঙ্ক্ষা মনে ধারণ করো।
কল্পনাশক্তি ব্যবহার করো, নতুন কিছু ভাবো,
নতুন আবিষ্কারের দিকে এগিয়ে যাও।
পরিশ্রম করো, হাল ছাড়ো না,
নতুনত্বের লক্ষ্য অর্জন করো।
নতুনত্বের স্পর্শে পৃথিবী হবে রঙিন,
জীবন হবে আনন্দময়, মন হবে উন্মুক্ত।
চলো আমরা সকলে,
নতুনত্বের পথে হাঁটি,
নতুন কিছু করি,
নতুন কিছু বানাই।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।