চলে যাব বৃষ্টি ভোরে
- ফয়েজ উল্লাহ রবি

যখন আমি চলে যাবো হঠাৎ কোন ভোরে,
জুমার সালাত পড়েই তবে দিও আমায় গোরে।
শুক্রবারের প্রথম প্রহর বাজবে খবর মসজিদেই মাইকে,
শোনবে সবাই যাচ্ছি চলে ছড়ে আখেরাতেই বাইকে।
বাদল দিনের বৃষ্টি ভোরে আসবে মওতের ফেরেস্তা,
যেতেই হবে চলে আমায় যেমন থাকুক অবস্থা।
বৃষ্টি হবে রাতের শেষে আকাশ হবে শান্ত,
খুশি মনেই বিদাই দিও হওনা কেউ ক্লান্ত।
হাসি মুখে যেতে পারি দিও বিধি সেই কপাল,
শূন্য করে পাপের খাতা, পূর্ণতায় আকাশ-পাতাল।
জন্মে আমি কেঁদেছিলাম মরণে যেনো হাসি,
স্রষ্টা তোমায় সৃষ্টি তোমার সকল ভালোবাসি।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জুন ২০২৩


২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।