অনুভূতির ছবি
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪
ক্যানভাস জীবন্ত, রঙ-এর খেলায়,
অনুভূতি লেখে, কল্পনার মেলায়।
তুলির স্পর্শে, আলোর বার্তা,
অন্ধকারে আঁকা, আশার প্রতীক।
বাস্তব জগতের, অনুচ্ছেদ,
কল্পনার রঙে, অঙ্কিত বিষাদ।
হাসি ও অশ্রু, আনন্দ ও বেদনা,
ছবির ভাষায়, জীবনের গল্প।
মনের ভাবনা, কল্পনায় উড়ে,
ছবির মাঝে, নতুন জীবনে।
অতীত স্মৃতি, বর্তমান ক্ষণ,
ভবিষ্যতের স্বপ্ন, ছবিতে গাঁথন।
শিল্পীর হাতে, জীবনের লেখনী,
ছবির মাঝে, অমর সৃষ্টি।
ক্যানভাস জীবন্ত, রঙ-এর খেলায়,
অনুভূতি লেখে, কল্পনার মেলায়।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।