জননী জন্মভূমি
- ফয়েজ উল্লাহ রবি
এই মাটিতে জন্ম আমার জন্মেছি এই বঙ্গে,
হিন্দু-মুসলিম মিলে-মিশে থাকি সবার সঙ্গে।
এক-ই আকাশ এক-ই বাতাস এক-ই নদীর জল,
এক-ই গ্রামে বসত করি হয়না তো গণ্ডগোল।
জেলে-কুমার কৃষক-নাপিত এক-ই বাজার করে,
কারো ঘরের দুঃখে সবাই; দুঃখি সবার ঘরে।
কাঁধে কাঁধ মিলিয়ে চলি সবাই সম্মুখ প্রাণে,
এক সাথে সুর তুলে জীবন কাটে গানে-গানে।
সুখের সময় ভাগ করে নেই দুঃখও করি ভাগ,
এইখানে হয়না কারো পৌষ আবার কারো মাঘ।
হাজার বছর এই বাংলাতেই করে বসবাস,
চুপ থাকে না কেউই দেখে যদি কারো সর্বনাশ।
জননী জন্মভূমি আমার সোনার বাংলাদেশ,
ষোল কোটি মানুষ আমরা আছি ভালোই বেশ।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০৮ বৈশাখ ১৪৩০, ২১ এপ্রিল ২০২৩
২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।