সুখের অর্জন
- ফয়েজ উল্লাহ রবি
যে পথে এসেছি হেঁটে পায়ের চিহ্ন রেখে,
ঘাম ঝরা এই ভেজা শরীর ধুলোবালি মেখে ।
এই জীবনের মধুর সময় স্বল্প দামে বেছে,
সস্তা জীবন করে আমি আছি এখন বেঁচে ।
কী পেয়েছি কী হারালাম হিসেব দেখি শূন্য,
বাল্যকালে ভালোই ছিলাম জীবন ছিলো পূর্ণ।
সকাল-বিকেল হাসি-খুশি স্বপ্নে ছিলাম বিভোর,
দায়িত্বটা কাঁধে নিতেই হয়ে গেলো যে ভোর।
খেলার সময় কাজে নেমে শৈশব দিলাম করব,
এখন কোথায় ? কেমন আছি নেয়না তো কেউ খবর।
জীবন নদীর বাঁকে বসে ভাবছি কি আজ পেলাম,
সবার সুখের জন্য আমি কি গান গেয়ে গেলাম।
থেমে যাবে জীবনের গান থামবে যে এই গর্জন,
কতো দুঃখ পেলে বলতে পারো সুখের অর্জন ।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ফাল্গুন ১৪২৯, ১৪ মার্চ ২০২৩
২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।