বাহুল্য
- ফয়েজ উল্লাহ রবি

যে জীবনটা ভোগছো তুমি, কতো যে তার মূল্য?
হেলায়-ফেলায় করছো নষ্ট বুঝোনা তা অমূল্য।
আবাল্য মন আবল্য রয়
আনু-কুল্য সত্য যা নয়,
মিথ্যে মোহে বিনা দ্রোহে প্রাপ্তি যে বাহুল্য ।

অর্থ-
আবাল্য -বাল্যকাল থেকে; শিশুকাল থেকে।
আবল্য - দুর্বলতা, জড়তা, অবসাদজনিত তন্দ্রার ভাব।
আনু-কুল্য -সহায়তা, পোষকতা, অনুগ্রহ, উপকার, অনুকূল।
বাহুল্য - আধিক্য, আতিশয্য, বহুলতা, অনাবশ্যকতা।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ পৌষ ১৪৩০, ২৭ ডিসেম্বর ২০২৩


২৬-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।