=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি
=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=

হৃদয় ভাঙ্গচুঁড়ের পর, কই আর যাবো;
এদিক ওদিক চারদিকে অদৃশ্য বেড়া,
লাফিয়ে পড়তে গিয়ে দেখি নিচে অথৈ সমুদ্র,
আগাই সম্মুখ সূতোর টান, পিছাই মেরুদন্ডে চাবুকের আঘাত,
ডানে সম্পর্ক, বায়ে সমাজ, উপরে কর্তব্য, নিচে শূন্য,
আর স্তব্ধ দাঁড়ালেই বোবা কান পেতে শুনি অস্তিত্ব ভাঙ্গার গল্প।

যাওয়ার জায়গা নেই আমার- হৃদয়ে তুমুল ঝড়
বাতাসের তোড়ে যায় ওড়ে যায় যায় ঐ....
যা ছিল প্রাপ্তি, যা ছিল সুখ, যা ছিল মুগ্ধতা...
নাটাইবিহীন ঘুড়ি হয়ে অসীম শূন্যতায় গা ভাসায়ে যায় ওড়ে,
গেলো ওড়ে, যায় ওড়ে.... শুধু চোখ ছিল বিষাদে নিলীন!

আমার বলার কিছুই নেই, তাই এখানেই ফিরি বার বার...
নিথর বসে সুর তুলি বিষাদের....

বলছি বলে উচিৎ কথা
মারলে কথার তীর রে বন্ধু,
মারলে কথার তীর;
বিঁধল সে তীর, বসল সে তীর;
ভাঙ্গল সুখের নীড় রে বন্ধু
ভাঙ্গল সুখের নীড়।

কথার মাথায় বিষ মাখানো,
বিষে মন অধীর রে বন্ধু;
বিষে মন অধীর,
কথার বিষে বুকের মাঝে
কষ্ট বাড়ায় ভীড় রে বন্ধু
কষ্ট বাড়ায় ভীড়।।

বজ্র নিনাদ গলায় তুলে,
আস্থায় ধরাও চির রে বন্ধু
আস্থার ধরাও চির;
বাঁচি, থাকি আঁকড়ে ধরে
নত করে শির রে বন্ধু,
নত করে শির।।

মন্দ বলে করলে তুমি
প্রেম তোমার জাহির রে বন্ধু
করলে প্রেম জাহির;
ইচ্ছে করে সকল ছেড়ে
ঘর ছেড়ে হই বাহির রে বন্ধু
ঘর ছেড়ে হইবাহির।।
July 30, 2016 at 3:41 PM


২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।