=প্রিয় লেখকের জন্মদিনে শুভেচ্ছা ভালবাসা...=
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি

ও হিমুর কারিগর তুমি
হারালে কই শুনি
হিমুর দেখা পেতে আবার
আজো প্রহর গুনি।

চান্নি পসর রাত্রিগুলোয়
স্মরি তোমার কথা
অবেলাতে গিয়ে দিলে
পাঠক মনে ব্যথা!

হিমু সাজে চান্নি রাতে
তোমায় ভালবেসে
অবাক করা জোছনার আলোয়
হিমুরা যায় ভেসে!

হলুদ সাজে সাজি হিমি
খোলা চাঁদে বসি
হিমেল হাওয়ায় চান্নি আকাশ
একলা একা চষি!

তিথিরা সেই নীল তোয়ালে
ওড়িয়ে দেয় হাওয়ায়
মারুফের অপেক্ষায় তারা
বসে দখিন দাওয়ায়!

রূপা আজো খুঁজে ফিরে
হিমুর দেখা পেতে
তোমার কাছে তাইতো রূপা
চায় সে ফিরে যেতে!

ভুলি নাই-তো আমরা তোমায়
জন্মদিনে স্মরি
তোমার জন্য ভালবাসা
শ্রদ্ধায় বুকে গড়ি!

শুভেচ্ছাতে কোটি পাঠক
স্মরণ করলো তোমায়
প্রিয় মোদের হুমায়ুন স্যার
আছো চির কোমায়!

আজ তোমার জন্মদিন শুনো
শুভেচ্ছার অন্ত নাই
মোদের ছেড়ে নিলে তুমি
চির নিদ্রাতে ঠাঁই।

যেথায় আছো ভাল থেকো
দোয়া তোমার তরে
সুখ শান্তিতে থেকো একা
আঁধার কালো ঘরে!

তোমার লেখার ভালবাসায়
করলে মোদের আটক
আত্মা যেনো সুখে থাকে
দোয়া করি পাঠক!
November 13, 2016 at 11:29pm
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯


২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।