ভাল থাকুক সব বাবা’রা...........
- কাজী ফাতেমা ছবি
©কাজী ফাতেমা ছবি
#বাবা_দিবস
মাথার উপর শান্তির ছায়া
বাবা যে দাঁড়িয়ে
বুকে নিতে সুখের তরে
আছেন হাত বাড়িয়ে।
বাবার কথা মনে হলে
মন চলে যায় গায়ে
ইচ্ছে লাগে সারাটি ক্ষণ
থাকি বাবার ছায়ে।
মেয়ে আমি হলাম বলে
বাবা থেকে দূরে
দেখি নাকো মুখটি বাবার
আলো ফোটা ভোরে।
বিনা তারের টেলিফোনে
বাবার কণ্ঠ শুনি
করবো দেখা কতদিন পর
সময় কেবল গুনি।
বাবার আমার বয়স হইছে
পারেন না আর আসতে
পারেন না আর মেয়ের সাথে
একটু সুখে ভাসতে।
বাবা আমার ভাল থাকুক
দোয়া করি নিত্য
সবার সুখের ছোঁয়ায় বাবার
ভাল থাকুক চিত্ত।
২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।