এই! তুমি কি বেলকনি হবে! আমার সেই পশ্চিমের?
- কাজী ফাতেমা ছবি
তুমি তো জানতে আমি এক চিলতে রোদ্দুর। তোমার নিমীলন আঁখিতে ছুঁয়ে যাই নিমেষেই। জ্বালিয়ে দেই আঁখি থেকে অন্তর। তুমি মুগ্ধতায় আমায় ধারণ করতে চাও তোমার সর্বাঙ্গে। আমি রোদ্দুর -বল, আমায় কি আনা যায় হাতের মুঠোয়!! আমি তোমার চারপাশে ওড়ে বেড়াই, অলীক ধাঁধায় ফেলে দেই আর তুমি মন বাড়িয়ে অপেক্ষায় রোদ্দুর ছুঁতে। তার চেয়ে তুমি আমার পশ্চিমের বেলকনি হয়ে যাও, অবলীলায় আঁচড়ে পড়ি তোমার প্রশস্ত কোমল বুকে। বিশ্বাস যাও! আমি তোমায় জ্বালিয়ে দিব না। যেই বুকে পড়ব আঁচড়ে আমি রোদ্দুর থেকে বরফ হব। ভালবাসার শীতলতায় তোমায় পৌঁছাব অনন্ত প্রেমের স্বর্গোদ্বারে।
এই! তুমি কি বেলকনি হবে! আমার সেই পশ্চিমের
June 10, 2016
২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।