হৃদয়ের কার্পণ্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়ের কার্পণ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০২-২০২৪ইং
**************************
পিতা - মাতা হারা এতিম সন্তান জগত চারিধার!
অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত কেউ নাই তার,
তারে যদি আপন করে নাও এই পৃথিবীর তরে,
মুক্তি রাহে আল্লাহ’র সন্তুষ্টি পাবে কাল হাশরে।
নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির -
চেয়ে আছে তোমার পানে এই জগত সংসার।
অন্যায়ভাবে গ্রাস করিও না এতিমের সম্পদ
যদি ভক্ষন কর জাহান্নাম ডাকিবে এই অপরাধ।
দরিদ্র, নিঃস্ব, অবহেলিত বিধবা নারী,
যদি পাও তুলে নাও সাহায্যের তরবারি।
হাশর ময়দানে তুমি হবে জান্নাতী মেহমান,
হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত হও হে মুমিনগণ।
-----------------------------------------


২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।