প্রেমের গাঁথা
- ফয়েজ উল্লাহ রবি

মন ছুঁয়ে যায় তোমায় কথায় ভুলে শতো ব্যথা,
মধুর ছায়া মিষ্টি মায়া সৃষ্টি প্রেমের গাঁথা।
মুগ্ধ চেয়ে বদন তোমার প্রাণ জুড়ায় গানে,
বারে-বারে ছুটে আসি প্রিয় তোমার টানে।
অপরূপে রূপসী যে ফেরে না আর নয়ন,
না দেখে যে তোমায় 'অন্ধের অভ্র-পুষ্প চয়ন'।
কী উপমা দেবো তোমায়? তুমিতে সব অতুল,
পেলে তোমায় প্রাচুর্যবান্‌ না পেলে অপ্রতুল!
এক কামনায় শতো মানব হও যেনো তার সঙ্গী,
যার হবে না তুমি কভু সাজে যে আতরঙ্গী।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৫ পৌষ ১৪৩০, ৩০ ডিসেম্বর ২০২৩


২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।