তুমি নও কভূ তোমার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি নও কভূ তোমার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
এই জীবন বহে মৃত্যুকে আলিঙ্গন করে,
কখন যে ডাক এসে যায় কেহ নাহি জানতে পারে!
তবু প্রাণ ছুটে বেড়ায় ক্ষণিকের মোহে ভুবন জুড়ে,
বেমালুম ভুলে যায় যেতে হবে তারে ওই পারে।
কুল্লু নাফসি জাইকাতুল মাইয়ূত !
প্রাণ যদি থাকে আসবেই যমদূত।
তবু প্রাণ ব্যাকুল সাদা কালো কত মেঘ চরে,
এই ক্ষণিকের ময়দানে জোড় জুলুম অত্যাচারে।
কোন অবকাশ রবে না যদি মেলে যমদূত ডানা,
তোমাকে যেতেই হবে ওই অবিনশ্বরের ঠিকানা।
পৃথিবীর মায়াজাল দিতে হবে ছেড়ে, যেতে হবে চলে
তুমি কতটুকু প্রস্তুত হে প্রাণ ! জেনে নাও কথা বলে।
এই জীবন বহে বিধাতার ফরমান শুনে শুনে-
তুমি নও কভূ তোমার এই মায়াজালের ভুবনে।
-------------------------------------
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।