আত্মার আলোটা নেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আত্মার আলোটা নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
অযূত লোভ লালসার মেঘেরা হরদম ছুটে,
আকাশের সোনালী সূর্যটা আড়াল হয়ে উঠে !
মানবেরা অন্ধকারে্ সভা করে পথ ঘাটে
আলোর পথ ভুলেগেছে অসুরে ফুটে ফুটে।
আত্মার আলোটা নেই, কোন ধ্যানে থাকে!
বড় বেশী উদাসীন ক্ষণিকের ছবি এঁকে এঁকে।
ওই যে ডাকছে অবিনশ্বর তবু মায়া করে
যে ভুলে যায় তারে মায়া করে কত রূপ ধরে।
পাপের বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে
অগ্নির ঝলকানি ডাক ছেড়ে কত ঝড় তোলে।
তবু আত্মার আলোটার খোঁজ নেই
এখানে বড় বেশী অন্ধকার দেখতে পাই।
অসুরের ঝিকিলে অন্ত চোখ হয়েগেছে কানা,
সম্মুখে মুক্তির পথ নেই, দশদিক দিয়েছে হানা।
কঠিন শাস্তি চারিধার, আলো গেছে ঘুচে
মুক্তির যত পথ অসুর দিতেছে মুছে।
--------------------------------------
২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।