জীবন-ভাবনা-সম্মান......১৩
- কাজী ফাতেমা ছবি

৩।
#নেতা_হতে_চাইনা
কি জীবন পেলে আর
কী জীবন নিয়েই ফিরে গেলে অনন্ত আঁধারে
শুয়ে আছ নিরবে দুয়ার খিড়কি বিহীন ঘরে
শান্তিতে অথবা অশান্তিতে।
অথচ তাবৎ দুনিয়ার মানুষ
তোমার মুর্তি বানিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে তোমার পায়ে
অথবা নিথর গলায়।
তুমিতো জানতে আমাদের ধর্মে মুর্তিপূজা নিষিদ্ধ!
আর পুষ্প অঞ্জলিও!
তুমি নেতা তাই তোমাকে ওরা পূজা করে,
আর সেদিকে তোমাকে নিশ্চয়ই শাস্তি পেতে হচ্ছে,
অবশেষে তুমি কিছু মুসলিমদের দেবতা হয়ে গেল;
ওরা তোমাকে শান্তিতে শুতেও দিবে না।
আমি মাটির মানুষ,
আমি কখনো নেতা হতে চাইনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিও না
আমি চাইনে কেউ আমায় এভাবে কষ্ট দিয়ে স্মরণ করুক ভালবাসুক।
আমি চলে যাবো নিরবে কেউ জানবে না।
নেতা তুমি অভিশপ্ত জীবন বয়ে বেড়াও এভাবেই,
ফুলে ফুলে ভরে উঠুক তুমিমূর্তি পায়ে....
সেখানে তুমি মুহুর্মুহু আজাবে ভেঙ্গেছুঁড়ে যেতে থাক তাতে কি!
সম্মান স্মরণে তো তোমাকে ওরা মাথায় তুলে রাখছে।
তুমি নিজেকে গর্বিত অনুভব করো... ঠিক আছে!
May 22, 2016 (এই লেখায় শুধু আমার মতামত। ক্যাচাল করতে আসবেন না)

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২২


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।